মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে চিকিত্সাবিজ্ঞানে বিরাট অগ্রগতি হয়েছে। কিন্তু এক্ষেত্রে বড় সমস্যা একটাই। তা হল— প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় একটি কিডনি, লিভার, ফুসফুস বা অন্য কোনও প্রত্যঙ্গ প্রয়োজনের সময় খুঁজে না পাওয়া। এখনও এ জন্য নির্ভর করতে হয় ‘অর্গান ডোনার’ বা প্রত্যঙ্গ দানকারী মানুষের ওপর। জাপানি বিজ্ঞানী হিরোশি নাগাশিমা ও তার দল শূকরের দেহে বানরের অঙ্গ প্রতিস্থাপন নিয়ে যুগান্তকারী আবিষ্কারে ব্যস্ত। জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন করে শূকরীর...

